অনলাইন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। আজ সোমবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা সব বাস মালিকরাই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা।’

তিনি আরও বলেন, ‘বিআরটির নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়ার চাটের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।’