অখিল সাহা, টরন্টো : ফিরে চল মাটির টানে শ্লোগান নিয়ে আগামী ৯ই নভেম্বর ২০১৯ শনিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের আয়োজনে হতে চলেছে কানাডা উদীচী ৩য় লোক উৎসব ২০১৯। কিংস্টন ও ব্রাইমলি ইন্টারসেকশনে ১০০ ব্রাইমলি রোড সাউথে বেøসড কার্ডিনাল নিউম্যান কাথলিক হাইস্কুলে অনুষ্ঠিত হবে এই উৎসব বিকাল ৫.৩০ থেকে। সেখানে বাংলা লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী রথীন্দ্রনাথ রায় কথা ও গানে শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে সদয় সম্মতি দিয়েছেন। এই উৎসবে তিনি লোক সংগীত পরিবেশনের পাশাপাশি নিজের জীবন সম্পর্কে কথাও বলবেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে লালনসংগীত নিয়ে বিশেষ পরিবেশনায় আছেন শিল্পী সারাহ বিল্লাহ। আছে উদীচীর শিশু-কিশোর ও শিল্পীদের পরিবেশনায় লোকসংগীত, লোকনৃত্য ও অন্যান্য পরিবেশনা। উদীচীর এবারের লোক উৎসবে আরো বিশেষত্ত্ব হলো এই প্রথমবারের মত উদীচীর বাঙালী সংস্কৃতির সাথে যোগ দিয়ে লোকসংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার আদিবাসী লোকসংগীত শিল্পীদের একটি দল। উদীচী এই অনুষ্ঠানের জন্য নামমাত্র ১০.০০ (দশ) ডলার প্রবেশ মুল্য রেখেছে। প্রবাসে কঠিন মাটিতে বাঙালীদের নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার জন্য উদীচীর আবহমান বাঙালী সংস্কৃতি চর্চায় সকলকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। ষ্টল বরাদ্দ চলছে। এখানে প্রদত্ত ফোন নাম্বারে যে কোন যোগাযোগ করার অনুরোধ রইল। আর্থিক ও সকল রকম সহযোগিতার জন্য উদীচীর শুভানুধ্যায়ী সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রচার মাধ্যমের প্রতি সভাপতি সুভাষ দাশ (৬৪৭ ৯৬৫ ৪৭৪৭) ও সাধারণ সম্পাদক মিনারা বেগম (৪১৬ ৮৫৬ ১২৪০) ধন্যবাদ জ্ঞাপন করেছেন।