Home আন্তর্জাতিক উৎপাদন কমানোর ঘোষণায় বেড়েছে জ্বালানি তেলের দাম

উৎপাদন কমানোর ঘোষণায় বেড়েছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক : সৌদি আরবের জ্বালানি তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণার পর দিনই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। জুলাই মাস থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রিয়াদ।

সৌদি ছাড়াও ওপেক ও এর সহযোগী দেশগুলো তেল উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হয়েছে। ফলে এর বড় ধরনের প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি তেলের বাজারে।

এশিয়ার বাজারে আজ সোমবার ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ২.৪ শতাংশ। এদিন প্রতি ব্যারেল তেল বিক্রি হয়েছে ৭৭ ডলারে।

২০২৪ সাল থেকে জ্বালানি তেল উৎপাদন দিনে ১৪ লাখ ব্যারেল কমানোর লক্ষ্য ঠিক করেছে ওপেক ও এর সহযোগী দেশ। গতকাল রবিবার সাত ঘণ্টাব্যাপী বৈঠকের পর তেল উৎপাদন কমানোর এই সিদ্ধান্ত নেয় ওপেক।

গত মাসে তেলের দাম প্রতি ব্যারেলে ৭০ ডলারের নীচে নেমে যায়। এই দরপতন ঠেকাতে তেল উৎপাদন কমানোর পথে হাটছে তেলসমৃদ্ধ দেশগুলো।

সূত্র: বিবিসি

Exit mobile version