Home আন্তর্জাতিক এআইয়ের সঙ্গে ‘প্রেম করছে’ ২৮ শতাংশ মার্কিনি

এআইয়ের সঙ্গে ‘প্রেম করছে’ ২৮ শতাংশ মার্কিনি

অনলাইন ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে ‘অন্তরঙ্গ বা রোমান্টিক’ সম্পর্কে আছে যুক্তরাষ্ট্রের প্রায় এক তৃতীয়াংশ মানুষ। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

ভ্যানটেজ পয়েন্ট কাউন্সিলিং সার্ভিসের করা জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এআই তাদের কাছে সহকর্মী, বন্ধু কিংবা পরিবারের সদস্যের মতোই আচরণ করে। আর ২৮ শতাংশ জানিয়েছে এআইয়ের সঙ্গে তাদের অন্তরঙ্গ বা প্রেমের সম্পর্কই রয়েছে। কয়েকজন জানিয়েছেন, এআই তাদের কাছে সহকর্মী কিংবা থেরাপিস্টের মতো ভূমিকা পালন করে।

জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত চ্যাটবট চ্যাটজিপিটি। এ ছাড়া অ্যাপলের সিরি ও গুগলের জেমিনিও শীর্ষ পাঁচে রয়েছে।

যুক্তরাষ্ট্রেরের ইনস্টিটিউট অব ফ্যামিলি স্টাডিজ জানিয়েছে, কৃত্রিম এই সম্পর্কের কারণে প্রকৃত সম্পর্কের গভীরতা কমে যাচ্ছে। গত জুনে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও এআই গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিলেন এক ব্যক্তি।

সাম্প্রতিক জরিপে দেখা যায় ৩৭ দশমিক ৫৫ শতাংশ মার্কিনি আর মানবিক সম্পর্ক চাচ্ছে না।

Exit mobile version