সুহেল ইবনে ইসহাক: অন্টারিও’র নায়াগ্রা অঞ্চলের শীর্ষ জনস্বাস্থ্য আধিকারিক বলেছেন যে, তিনি মার্কিন-কানাডার সীমান্ত ফল সিজনের আগ পর্যন্ত বন্ধ রাখতে চান। ডাঃ মোস্তফা হিরজি বলেছেন যে, বিশেষত মধ্য-পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগুলিতে আরও সংক্রমণযোগ্য ডেল্টা রূপটি ছড়িয়ে পড়ার সাথে এই গ্রীষ্মে সীমানা আবার চালু করার ঝুঁকি খুব বেশি।

সা¤প্রতিক এক সাক্ষাত্কারে ডাঃ মোস্তফা হিরজি বলেছেন, “আমি মনে করি সীমান্ত খুলে দেওয়া আমাদের বিশেষ ঝুঁকির মধ্যে ফেলবে,”। (সূত্র: টরন্টো সান)

ডাঃ হিরজি উল্লেখ করেছেন যে, অন্যান্য এখতিয়ারের তুলনায় কানাডা ভেরিয়েন্ট বিস্তার নিয়ন্ত্রণে মোটামুটি সফল হয়েছে এবং সীমান্ত নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি তুলে নেওয়া এই অগ্রগতিটিকে বাধাগ্রস্ত করতে পারে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি বর্তমানে ২১ জুলাই মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
ডাঃ হিরজি বলেন যে, তিনি এই মাসে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর মাধ্যমে শরত মৌসুমের কোভিড পরিস্থিতি পরামর্শ দেবেন, যাতে উভয় দেশেই অধিক লোককে টিকা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পেতে পারে।

এই সপ্তাহে জারি করা একটি যৌথ বিবৃতিতে নায়াগ্রা নগরীর অনেক ব্যবসায়ীরা যুক্তি দিয়েছিল যে, নিউইয়র্ক রাজ্যের সাথে সীমান্তঘেঁষা এই নগরীর উপার্জনের বেশিরভাগ আসে গ্রীষ্মের মৌসুমে। দ্বিতীয় বারের ন্যায় গ্রীষ্মকালীন আয় বন্ধ থাকলে নগরীর ব্যবসা ভীষণ ঝুঁকির মধ্যে পড়বে ।
ব্যবসায়ীরা আরও উল্লেখ করেছে যে, “এখন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, যেহেতু অনেক প্রিয় নায়াগ্রা জলপ্রপাতের আকর্ষণ সংশ্লিষ্ট রেভিনিউ স্থায়ীভাবে বন্ধের ঝুঁকিতে রয়েছে,”।

এই সপ্তাহে সীমান্তের পদক্ষেপগুলি কিছুটা সহজ হতে শুরু করেছে, পুরোপুরি টিকা দেওয়া কানাডিয়ান নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের কোয়ারেন্টাইন ছাড়াই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে,যদি তারা ১৪ দিন পূর্বে তাদের কানাডা-অনুমোদিত ভ্যাকসিনের সম্পূর্ণ কোর্স দিয়ে থাকেন এবং আসার আগে একটি কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন করেন। নায়াগ্রা জলপ্রপাতের রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দলটি অটোয়াকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ভ্রমণ পুনরায় চালু করার জন্য তার সম্পূর্ণ পরিকল্পনা প্রণয়ন করতে বলেছে, যাতে সম্পূর্ণরূপে টিকা দেওয়া বিদেশীরা সহজে দেশে প্রবেশ করতে পারে।

নায়াগ্রা ফলস সিটি মেয়র জিম ডিওডাটি দ্রুত “পুনরায় খোলার” আহ্বান জানিয়ে বলেন।”এটা কেবল আমাদের সেক্টরের অগ্রাধিকার নয়, কানাডার সীমান্ত শহরগুলির জন্য একটি ভয়াবহ পরিস্থিতি যার একটি বিজ্ঞানসম্মত পরিকল্পনা তৈরি করা উচিত।”
উল্লেখ্য অন্টারিও প্রদেশ আরও বেশি লোককে টিকা দেয় এবং ধীরে ধীরে ব্যবসা এবং জমায়েতের জন্য জনস্বাস্থ্য বিধিনিষেধকে পরিপালন করায় নতুন দৈনিক সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হ্রাস পেয়েছে।