অনলাইন ডেস্ক : ওটস উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় কানাডার অবস্থান বিশ্বে দ্বিতীয়। তবে পণ্যটি রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। গত বছর কানাডা থেকে ওটস রফতানিতে নতুন রেকর্ড হয়েছে। পণ্যটির রফতানি বেড়ে গত এক যুগের সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সা¤প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে কানাডা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৮ লাখ টন ওটস রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে পণ্যটির রফতানি বেড়েছে দশমিক ৪৫ শতাংশ। ২০০৮ সালের পর কানাডা থেকে এটাই সবচেয়ে বেশি ওটস রফতানির রেকর্ড।

এর আগে ২০১৯ সালে কানাডা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৭ লাখ ৯২ হাজার টন ওটস রফতানি হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৯ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে ওটস রফতানি বেড়েছে আট হাজার টন।

কানাডার ইতিহাসে ২০০৭ সালে সবচেয়ে বেশি ওটস রফতানির রেকর্ড হয়েছিল। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ওই বছর দেশটি থেকে সব মিলিয়ে ২৩ লাখ ৮৪ হাজার টন ওটস রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ২১ শতাংশ বেশি। পরের বছর দেশটি থেকে পণ্যটির রফতানি কমে দাঁড়ায় ১৯ লাখ ৪৬ হাজার টনে। এর পর গত বছর কানাডা থেকে সবচেয়ে বেশি ওটস রফতানি হয়েছে।