অনলাইন ডেস্ক : রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন পুনরায় জোর দিয়ে বলেছেন যে, সব এপস্টিন ফাইল প্রকাশ করা উচিত। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে “বিশ্বাসঘাতক” আখ্যা দিয়ে তাকে সমর্থন না দেওয়ার কথা বলেছেন।
রোববার সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়ন-এ গ্রিন জানান, তিনি এখনো ট্রাম্পের সমর্থক হলেও এপস্টিন ফাইল গোপন রাখার পদক্ষেপের সঙ্গে একমত নন।
গ্রিন বলেন, ‘ট্রাম্পের আক্রমণ শুধু রাজনৈতিক দ্বন্দ্বকে তীব্র করছে না, বরং তার নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্প আমাকে বিশ্বাসঘাতক বলেছেন। এটি সম্পূর্ণ ভুল। এ ধরনের কথাবার্তা মানুষকে উগ্র করে তুলতে পারে এবং আমার জীবনকে বিপদে ফেলতে পারে।’
গত কয়েক সপ্তাহে রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছে। এর মূল কারণ, গ্রিন চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টিনের সমস্ত নথি প্রকাশ করুক, যিনি দণ্ডিত যৌন অপরাধী ছিলেন।
শুক্রবার উত্তেজনা আরও বেড়ে যায়, যখন ট্রাম্প গ্রিনকে সামাজিক মাধ্যমে সমালোচনা করে “বিশ্বাসঘাতক”, “পাগল” এবং “হল্কা গলায় কথা বলা পাগল” বলে আখ্যায়িত করেন।
ট্রাম্প লিখেছেন, ‘তিনি শুধু অভিযোগ করছেন, অভিযোগ করছেন, অভিযোগ করছেন।’
যদিও ট্রাম্পের পোস্টে সরাসরি এপস্টিন নথির কথা বলা হয়নি। গ্রিন জানিয়েছেন যে, তার ট্রাম্পের সঙ্গে বিরোধ মূলত এপস্টিন নথি প্রকাশের বিষয়টি।
সূত্র জানিয়েছে, এই সপ্তাহে হাউস এমন একটি আইন নিয়ে ভোট করতে পারে, যা বিচার বিভাগকে নথিগুলো জনগণের জন্য প্রকাশ করার জন্য বাধ্য করবে। ভোট মঙ্গলবারও হতে পারে।
