অনলাইন ডেস্ক : কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো ঘোষণা দিয়েছেন এ বছর তার দেশ ৪৫ হাজার রিফিউজিকে গ্রহণ করবে এবং স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের দরখাস্ত দ্রুত নিষ্পত্তি করবে। গত ১৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, এ বছর কানাডা ২৩ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৪৫ হাজার শরনার্থীকে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া যে সব প্রবাসী কানাডায় স্থায়ী বসবাসের আবেদন করেছেন তাদের আবেদনপত্র দ্রুত নিষ্পতি করা হবে। বর্তমানে এধরনের ৪০ হাজারেরও বেশি আবেদনপত্র জমা হয়ে আছে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ১৭ হাজার নয়শত জনকে কানাডায় স্থায়ী বসবাসের জন্য অনুমতি দেয়া হয়েছে। বিশ্ব অভিবাসন দিবসের আগে মন্ত্রীর এই ঘোষণা কানাডায় অভিবাসন প্রত্যাশিদের জন্য একটি ভাল খবর। গত ২০ জুন সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব অভিবাসন দিবস। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২০০১ সাল এই দিবসটি পালিত হয়ে আসছে।
অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো ওই সংবাদ সম্মেলনে আরো বলেন, রিফিউজিদের সমস্যা সমাধানে কানাডা সরকার এবছর আরো অধিক সহায়তা প্রকল্প গ্রহণ করেছে। ভ্যাংকুভারের রেইনবো রিফিউজি সোসাইটি ও টরন্টোর অ্যাডস আপ কানাডা রিফিউজি নেটওয়ার্কসহ ৯টি সংস্থাকে সরকার ৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে। তারা আগামী ২ বছর রিফিউজিদের জন্য এই অর্থ ব্যয় করবে।
কানাডা ২০১৯ সালে ৩০ হাজার উদ্বাস্তুকে আশ্রয় দিলেও গত বছর করোনা মহামারির কারণে এই সংখ্যা ছিল মাত্র ৯ হাজার। এ বছর প্রথমে ২৩ হাজার ৫০০ জনকে নেয়ার ঘোষণা দিলেও এখন তা বাড়িয়ে ৪৫ হাজার নির্ধারণ করা হয়েছে। সূত্র : দ্য কানাডিয়ান প্রেস