২০১৯ সালের প্রাইড প্যারেড

অনলাইন ডেস্ক : মঙ্গলবার, জুন ২১ থেকে কানাডায় শুরু হচ্ছে গ্রীষ্মকাল। শীতপ্রধান দেশ কানাডার জনগণ বছরের এই সময়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কানাডার সবচেয়ে জনবহুল নগরী টরন্টো কানাডার মানুষের কাছে উৎসবের নগরী হিসেবে পরিচিত। বছরের সব সময়ই এই নগরীতে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন হলেও গ্রীষ্মের সময়ে বেশ কিছু উৎসব হয়ে থাকে এই নগরীতে যাতে অংশ নেন লাখ লাখ মানুষ। আর এসব উৎসবে যোগ দিতে বা এসব উৎসব উপভোগ করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন।

করোনা জনিত কারণে গত দুই বছর টরন্টোতে মানুষের উপস্থিতিতে বড় কোন উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় এবং করোনার সংক্রান্ত বিধি নিষেধ শিথিল হবার ফলে দুই বছর পর আবার সাড়ম্বরে বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্বের সব বিভিন্ন উৎসব। টরন্টো নগরীতে যে কয়েকটি উৎসব সবচেয়ে বেশী জাঁকজমকভাবে বহু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাইড প্যারেড, টিডি সালসা অন সেন্ট ক্লেয়ার, টিডি জ্যাজ ফেস্টিভ্যাল, টেস্ট অফ দ্য ড্যানফোর্থ, ক্যারিবিয়ান কার্নিভ্যাল গ্র্যান্ড প্যারেড, হোন্ডা ইন্ডি টরন্টো, আফ্রোফেস্ট, টেস্ট অব লরেন্স, বিচেস জ্যাজ ফেস্টিভ্যাল, কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন এবং টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

এ মাসের ২৬ তারিখে দুপুর ২টায় টরন্টোর ব্লর স্ট্রীটের পশ্চিম থেকে শুরু করে ইয়াং স্ট্রীট হয়ে দক্ষিণ দিকে ডান্ডাজ স্ট্রীটে গিয়ে শেষ হবে ৪১ বছরের প্রাইড ইতিহাসের সবচেয়ে বড় এই প্যারেড। এবারে ২৭৫টি দলের ৩৫ হাজার প্রচলিত স্বাভাবিক লিঙ্গের বাইরের অন্যান্য মানুষ (LGBTQ2S) এতে অংশ নিবেন।

জুলাই এর ৯ এবং ১০ তারিখে সেন্ট ক্লেয়ার এভিনিউ’র উইনোনা এবং ক্রিস্টি স্ট্রীটের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই শহরের সবচেয়ে বড় সালসা স্ট্রীট ফেস্টিভ্যাল। মূলত ল্যাটিন আমেরিকার এই উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে বাচাটা সুয়িং টরন্টো, ল্যাটিন সুয়িং অর্কেস্ট্রা, সাম্বা স্কোয়াড এবং মেক্সিক্যান ফোক ব্যালে। এই দুই দিনের উৎসবে ল্যাটিন আমেরিকার মানুষসহ উপস্থিত হন হাজার হাজার বিভিন্ন অঞ্চলের মানুষ। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন জায়গায় বিনা মূল্যে নাচ শেখার প্রশিক্ষণ দেয়া হয়।

জুন ২৪ থেকে দশ দিনব্যাপী টরন্টোর ইয়র্কভিল এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টিডি জ্যাজ ফেস্টিভ্যাল। এবারের এই উৎসবে ১৬০টি সংগীত দল অংশ নিবে। এই বছরে ৩৫ বারের মত এই উৎসব শুরু হতে যাচ্ছে।

আগস্ট মাসের ৫ থেকে ৭ তারিখে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ’র ডনল্যান্ডস থেকে ব্রডভিউ’র গ্রীক টাউনে অনুষ্ঠিত হবে ‘টেস্ট অব দ্য ড্যানফোর্থ। মূলত গ্রীক প্রবাসীরা নিজেদের খাবার এবং ঐতিহ্যের উপস্থাপনায় এই উৎসব করে থাকে। তবে এই বছরে ড্যানফোর্থ এভিনিউ’র ঐ অংশে সাইকেল লেইন এবং ক্যাফেটো স্থাপনে রাস্তা সরু হয়ে যাবার ফলে এই উৎসব আয়োজকরা বাতিল করে দিতে পারেন। তাঁদের দাবী ফেস্টিভ্যালের জন্য ৯ দিন ঐ এলাকায় সাইকেল লেইন বন্ধ এবং ক্যাফেটো স্থাপনা তুলে দিলেই তাঁদের পক্ষে এই উৎসব আয়োজন করা সম্ভব হবে।

জুলাইয়ের ৩০ তারিখে লেক শোর বুলভার্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যরিবিয়ান কার্নিভ্যাল গ্র্যান্ড প্যারেড। ক্যারিবিয়ান অঞ্চলের প্রবাসীদের রঙিন উপস্থিতিতে এই প্যারেড চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।

জুলাইয়ের ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত উডবাইন পার্কে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার আফ্রিকান মিউজিক ফেস্টিভ্যাল, যা আফ্রোফেস্ট নামে পরিচিত। এবারের ৩৪তম এই আয়োজনে ৪৫টি বিভিন্ন সংস্কৃতির শিল্পীরা এই উৎসবে অংশ নিবে।

লরেন্স এভিনিউ’র ওয়ার্ডেন এভিনিউ থেকে বার্চমাউন্ট পর্যন্ত ১৮তম টেস্ট অব লরেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ থেকে ১০ই জুলাই। বিভিন্ন সংস্কৃতির বিভিন ধরনের খাবার এই উৎসবের মূল আকর্ষণ।

কুইন স্ট্রীট ইস্ট এর বীচের দুই কিলোমিটারের বিভিন্ন জায়গায় জুলাই এর ২ থেকে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বীচেস জ্যাজ ফেস্টিভ্যাল। এই উৎসবে স্থানীয় এবং বিভিন্ন জায়গার শিল্পী এবং সংগীত দল অংশ নিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণ এই উৎসবের আকর্ষণ অনেক গুন বাড়িয়ে দেয়।

আগস্টের ১৯ থেকে সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত টরন্টোর এক্সিবিশন প্লেস এ অনুষ্ঠিত হবে কানাডিয়ান ন্যাশনাল এক্সিবিশন। এই উৎসবে বিভিন্ন ধরনের খেলাধূলা থেকে খাবারে আয়োজন থাকে যা দর্শকদের মুগ্ধ করে।

বর্তমান সময়ের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব হচ্ছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের গুরুত্ব দিন দিন এত বেশী বাড়ছে যে, গত কয়েক বছরে এই উৎসবের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলি অস্কারের বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়ে থাকে। ১১ দিনের এই উৎসবে পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রয়োজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলী অংশ নিয়ে থাকেন। এই উৎসবে ৫ লাখের বেশী দর্শক সমাগম হয়। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এবারের ৪৭তম আসর অনুষ্ঠিত হবে ২০০ কিং স্ট্রীটের আশে পাশের বিভিন্ন মুভি থিয়েটার। সেপ্টেম্বরের ৮ থেকে ১৮ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব।