অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের পররাষ্ট্র নীতি দলের আরেকজন জ্যেষ্ঠ সদস্যকে বরখাস্ত করছেন। পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, তার দ্বিতীয় মেয়াদে শীর্ষ সহযোগীদের মধ্যে এটিই প্রথম গুরুত্বপূর্ণ রদবদল।
এর আগে ইয়েমেনে হামলার মার্কিন গোপন পরিকল্পনা একজন সাংবাদিকের কাছে ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে যায়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ‘গোপন চ্যাট’ ফাঁসের দায় স্বীকার করেছিলেন। তিনি চ্যাটে ভুল করে ওই সাংবাদিককে যুক্ত করেছিলেন। যার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার মতে, ওয়াল্টজের ডেপুটি, অ্যালেক্স ওয়াং, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার বিষয় নিয়ে কাজ করেছিলেন এবং যথেষ্ট জাতীয় নিরাপত্তা অভিজ্ঞতা সম্পন্ন একজন মধ্যপন্থী রিপাবলিকান হিসেবে বিবেচিত, তিনিও পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
২০১৭ সালে শপথ গ্রহণের চার সপ্তাহের মধ্যেই. ট্রাম্প তার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল টি. ফ্লিনকে বরখাস্ত করেন, এই বলে যে তিনি তা করেছিলেন কারণ ফ্লিন, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে তার আলোচনা সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে মিথ্যা বলেছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে চারজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।