এসোসিয়েশন অব বাংলাদেশী এগ্রিকালচারিস্টস ইন কানাডা (আবাকান) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রখর প্রহরে টরন্টোর ডেন্টনিয়া পার্কে ভাষা মনুমেন্টে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে ২১ তারিখ রাত ১২.০১ মিনিটে শীতের তীব্রতা উপেক্ষা করে ‘আবাকান’ সংগঠনের পক্ষ থেকে কৃষিবিদ নেতৃবৃন্দ তাঁদের পরিবারবর্গসহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক- হাশমত আরা চোধুরী (জুঁই), কোষাধ্যক্ষ – ফরিদ আহমেদ, কার্যকরি কমিটি সদস্য জাহানারা খানম (চিনু), শাহেদা আজামী (আরজু) ও কাজী জাকির আহসান এবং মির্জা মুস্তাফিজ রহমান (পারভেজ), আব্দুর রাজ্জাক, রওশন আরা পারভীন, জিয়াউল আহসান চৌধুরী, গোলাম আযম চৌধুরি, সুমন সাইয়েদ, ফায়েজুল করিমসহ অন্যান্য কৃষিবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা।