অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ওবায়দুল কাদের। এবার এর জবাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেছেন, জাতিসংঘের বিরুদ্ধে এ ধরনের সমালোচনা নতুন কিছু নয়। জাতিসংঘের অবস্থান গণগ্রেফতারের বিরুদ্ধে।

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। গত সপ্তাহের মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের ওপর সরকারের নিপীড়ন, জাতিসংঘের আহবান প্রত্যাখান ও আওয়ামী লীগের পক্ষ থেকে কড়া সমালোচনা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ সাজানো হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন সময়ে অবস্থান স্পষ্ট করা হয়ছে। জানানো হয়েছে, চলমান গণগ্রেফতার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জেরে এই প্রতিক্রিয়া এলো। ওবায়দুল কাদের বলেছিলেন, জাতিসংঘ অকার্যকর একটি সংস্থা। কিছু সুন্দর কথা বলা ছাড়া বিশ্বে তাদের আর কোনো ভূমিকা নেই।