Home আন্তর্জাতিক ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সংবাদমাধ্যমটির কাছে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে মিডিয়া মোগলখ্যাত রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নারী নিপীড়নে অভিযুক্ত কুখ্যাত ধনকুবের জেফরি এপস্টেইনকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে একজন নগ্ন নারীর ছবি আঁকা ছিলো। এই প্রতিবেদন প্রকাশের পরই যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ট্রাম্প এই দাবি সম্পূর্ণ অস্বীকার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং মানহানিকর। জেফরি এপস্টেইন ২০১৯ সালে যৌন নিপীড়নের অভিযোগে বিচার চলাকালে নিউইয়র্কের একটি জেলে আত্মহত্যা করেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক নারীদের পাচার এবং প্রভাবশালী ব্যক্তিদের কাছে সরবরাহ করার অভিযোগ ছিলো।

Exit mobile version