Home আন্তর্জাতিক ওয়াশিংটনে ‘টার্গেটেড শুটিং’, ২ দেশের অভিবাসীর বিরুদ্ধে ট্রাম্পের কঠোর হুমকি

ওয়াশিংটনে ‘টার্গেটেড শুটিং’, ২ দেশের অভিবাসীর বিরুদ্ধে ট্রাম্পের কঠোর হুমকি

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড রিজার্ভিস্ট সদস্যকে গুলি করার ঘটনাটিকে ‘সন্ত্রাসী ও জঘন্য হামলা’ উল্লেখ করে অভিবাসন দমনে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আটক সন্দেহভাজন ব্যক্তি একজন আফগান নাগরিক, যাকে বাইডেন প্রশাসন ২০২১ সালে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছিল।

ফ্লোরিডার মার-আ-লাগো থেকে দেয়া ভাষণে ট্রাম্প শুধু ঘটনাটির নিন্দাই নয়, বরং আফগানসহ অন্যান্য অভিবাসীদের ওপরও কঠোর সমালোচনা করেন। তিনি মিনেসোটার সোমালি সম্প্রদায়কে (সোমালিয়ার অভিবাসী) লক্ষ্য করে উত্তেজনাকর মন্তব্য করেন, যদিও ওয়াশিংটনের গুলির ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। খবর সিএনএনের।

গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, কিছু অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অনলাইনে উগ্রবাদী প্রভাবের ঝুঁকি থাকে- এই প্রেক্ষাপটও ফের আলোচনায় এসেছে। হামলার পূর্ণ বিবরণ এখনো প্রকাশ হয়নি, তবে সন্দেহভাজনের অভিবাসন যাচাই, তার বিরুদ্ধে পূর্ববর্তী কোনো গোয়েন্দা সতর্কতা ছিল কি না-এসব বিষয়ে সমালোচনা বাড়ছে।

ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আফগানিস্তান থেকে যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের প্রত্যেকের বিষয় পুনরালোচনা করা হবে। বিশ্লেষকদের মতে, এতে বহু আইন মেনে চলা শরণার্থীর মধ্যে শঙ্কা সৃষ্টি হতে পারে- যারা মার্কিন বাহিনীকে সহযোগিতা করে জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।

থ্যাঙ্কসগিভিং দিবসের আগের রাতে এই ‘টার্গেটেড শুটিং’-কে ঘিরে রাজনৈতিক তর্ক আরও তীব্র হয়েছে- বিশেষ করে ট্রাম্পের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে।