অনলাইন ডেস্ক : মেজাজ হারিয়ে দেশের কিছু নাগরিককে ‘নির্বোধ’ আখ্যা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনাভাইরাসের টিকাবিরোধী প্রচারকারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

নতুন বছরের শুরু থেকে প্রতিদিন গড়ে দুই লাখ সংক্রমণ ধরা পড়ছে ব্রিটেনে। এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় চলছে একদলের টিকাবিরোধী প্রচার।
বরিস জনসন তাদের উদ্দেশে বলেন, “ওদের সবগুলোর মাথা খারাপ হয়ে গেছে। ওরা নির্বোধ, মাম্বো-জাম্বো।”

তিনি বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় এসব মাম্বো-জাম্বো করছেন, ওরা নির্বোধ। ওরা মারাত্মক ভুল করছেন। আগে আমার মুখে আপনারা হয়তো এ ধরনের কথা শোনেননি। কারণ আমি ভেবেছিলাম, সকলের সঙ্গে সহযোগিতার পথে টিকাকরণ এগিয়ে নেওয়া যাবে।” সূত্র: বিবিসি