অনলাইন ডেস্ক : এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের দায়ে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গত ফেব্রুয়ারিতে দুবাই থেকে দিল্লি যাওয়ার সময় এক বান্ধবীকে ককপিটে প্রবেশ ও অবস্থান করার অনুমতি দিয়েছিলেন তিনি। এ ঘটনায় বিমান সংস্থাকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এ তথ্য জানিয়েছে।

ডিজিসিএর মহাপরিচালক বলেছেন, ‘ফ্লাইটের কমান্ডার পাইলট ডিজিসিএ রেগুলেশন লঙ্ঘন করে যাত্রী হিসেবে ভ্রমণরত একজন এয়ার ইন্ডিয়া স্টাফকে ককপিটে প্রবেশের অনুমতি দিয়েছিলেন।’

এ ঘটনায় ‘নিরাপত্তা সংবেদনশীল লঙ্ঘন’ হওয়া সত্ত্বেও এয়ার ইন্ডিয়া তাত্ক্ষণিকভাবে সংশোধনমূলক পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেছে ডিজিসিএ।

সংস্থাটি বলেছে, ‘এয়ার ইন্ডিয়াকে তাৎক্ষণিকভাবে এবং কার্যকরভাবে নিরাপত্তা সংবেদনশীল সমস্যাটির সমাধান না করার জন্য ত্রিশ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এ ছাড়া এয়ারক্রাফ্ট রুলস-১৯৩৭-এর অধীনে অর্পিত কর্তৃত্বের অপব্যবহার এবং প্রযোজ্য ডিজিসিএ প্রবিধান লঙ্ঘনের অনুমতি দেওয়ার দায়ে পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে লঙ্ঘন প্রতিরোধে দৃঢ় না হওয়ার জন্য সহকারী পাইলটকেও সতর্ক করা হয়েছে।’

উল্লেখ্য, অননুমোদিত ব্যক্তিদের ককপিটে প্রবেশের অনুমতি দেওয়া হয় না এবং এই জাতীয় কোনো প্রবেশ নিয়মের লঙ্ঘন। এর আগে নিয়ন্ত্রক সংস্থাটি তদন্তের জন্য ওই ফ্লাইটের সকল কর্মীকে কাজ থেকে সরিয়ে দিয়েছিল।

সূত্র : এনডিটিভি