টরন্টো : কন্সট্রাকশন কমিটির সদস্যদের সাথে নির্মাণ কাজ পরিদর্শন করেন অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ, মহাসচিব রিজুয়ান রহমান। কন্সট্রাকশন কমিটির মনির ইসলাম, জামাল হোসেন, শামসুল আলম, শক্তি দেব, এ কে আজাদ, প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী।

বাংলা কাগজের সাথে আলাপকালে “অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজে ডে মনুমেন্ট ইনক” (ও.টি. আই.এম.এল.ডি.এম)’র প্রেসিডেন্ট ম্যাক আজাদ জানিয়েছেন, মনুমেন্ট বা শহীদ মিনার এর চারিপাশ এখন শাদা তেরপলে ঢাকা। ভিতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সুদুর ইতালী থেকে আনা ধবধবে শাদা শ্বেত পাথর শহীদ মিনারের গায়ে মোড়ানো হচ্ছে। এই সপ্তাহের শুরুতেই পাথর লাগানোর প্রস্তুতি নেয়া হচ্ছিল। মাঝে দুই দিন মেম্বারিং বা বিশেষ এক ধরনের পেইন্ট দিয়ে রাখা হয়েছিল।

এখন পুরো দমে চলছে পাথর বসানোর কাজ। এ যেন বহু দিনের আকাক্সিক্ষত সেই স্বপ্ন আজি সত্যি সত্যি বাস্তব হতে চলেছে।