Home জাতীয় কমলা হ্যারিসের জন্য ভোট চেয়ে ঢাকায় প্রচারণা

কমলা হ্যারিসের জন্য ভোট চেয়ে ঢাকায় প্রচারণা

অনলাইন ডেস্ক : আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তাদের ভোটের আর দুই দিন বাকি। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টি প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে লড়াই হচ্ছে। এরকম সময়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কমলা হ্যারিসের পক্ষে ভোট চেয়ে ঢাকায় প্রচারণা চালানো হলো।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ‘ভোট ফর কমলা হ্যারিস’ স্লোগান দিতে থাকেন একদল লোক। তারা নিজেদের কমলার সমর্থক দাবি করেন। তাদের হাতে ছিল ‘ইউএস ফুড মার্ট’ লেখা কার্ড। কমলা হ্যারিসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। তবে প্রচারণার পোস্টারে কমলা’র ইংরেজি বানান ভুল ছিল।

এসময় তারা বলেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে আমেরিকায় যারা ইমিগ্রেন্ট আছে, মুসলিম আছে তারা অনেক ভালো থাকবে। তাদের প্রতি জুলুম-অত্যাচার কম হবে।

তারা আরও বলেন, বাংলাদেশে কম-বেশি প্রায় এক লাখ মার্কিন ভোটার আছে, যারা এখান থেকেই ভোট দিতে পারে। তাই আমাদের আজ এটি একটি সচেতনতামূলক ক্যাম্পেইন। এখানে যারা আমেরিকান সিটিজেন আছেন, যাদের আত্মীয়-স্বজনরা আমেরিকায় আছেন তাদের কমলা হ্যারিসকে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলছি। আমরা চাই কমলা হ্যারিস বাংলাদেশের মানুষের জন্য কাজ করুক, তাই ঢাকায় এই প্রচারণা।

 

Exit mobile version