Home আন্তর্জাতিক কমেডিয়ান রোজি ও’ডোনেলকে নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

কমেডিয়ান রোজি ও’ডোনেলকে নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন এক বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে। এবার তার ক্ষোভের লক্ষ্য জনপ্রিয় মার্কিন কমেডিয়ান ও টক শো উপস্থাপক রোজি ও’ডোনেল। সম্প্রতি এক ভয়াবহ বন্যা নিয়ে প্রশাসনের সমালোচনা করায় ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, রোজির মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়ে তিনি ‘গভীরভাবে ভাবছেন’।

চলতি জুলাই মাসে টেক্সাস অঙ্গরাজ্যে ঘটে ভয়াবহ বন্যা। প্রাণ হারান অন্তত ১১৯ জন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন রোজি ও’ডোনেল এবং ট্রাম্প প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পরিবেশ ও আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলোতে বাজেট কাটছাঁট করায় সময়মতো সতর্কতা দেওয়া যায়নি। এ বক্তব্যের পরই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে রোজির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

রোজি ও’ডোনেল, নিউইয়র্কে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় কমেডিয়ান ও মিডিয়া ব্যক্তিত্ব। ৪ জুলাইয়ের টেক্সাস বন্যার ঘটনায় তার শোক ও প্রশাসনিক সমালোচনার একটি ভিডিও তিনি পোস্ট করেন টিকটকে। ভিডিওতে তিনি বলেন, “এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আগে থেকেই সতর্কতা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ট্রাম্প প্রশাসন পরিবেশ ও আবহাওয়া পূর্বাভাস বিষয়ক প্রতিষ্ঠানগুলোর বাজেট কমিয়ে দিয়ে আমাদের নিরাপত্তা দুর্বল করে দিয়েছে।” তিনি আরও বলেন, “টেক্সাসের ঘটনা এখন শুধু শুরু। সতর্কতা ব্যবস্থা ভেঙে পড়ায় এরকম ঘটনা নিয়মিত দেখা যাবে।”

এই মন্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ রোজিকে তীব্র ভাষায় আক্রমণ করে লেখেন, “রোজি ও’ডোনেল আমাদের মহান দেশের স্বার্থে উপযোগী নন। আমি গুরুত্ব দিয়ে ভাবছি, তার নাগরিকত্ব বাতিল করা যায় কি না।” তিনি আরও বলেন, “তিনি মানবতার জন্য হুমকি। আয়ারল্যান্ডের মতো কোনো দেশে থাকাই তার জন্য ভালো, যদি তারা নিতে চায় তাকে।”

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে পরিচিত। তিনি নিয়মিতভাবে এমন মন্তব্য করে থাকেন যে, যারা তার নীতির বিরোধিতা করে, তারা যেন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী, জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। রোজি যেহেতু নিউইয়র্কে জন্মেছেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিক এবং তার নাগরিকত্ব কেড়ে নেওয়া আইনি দিক থেকে অসম্ভব।

তথ্যসূত্র : আল-জাজিরা

Exit mobile version