সুইজারল্যান্ড প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় সুইজারল্যান্ডের বাসিন্দাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হয়েছে। এখন দেশটিতে করোনার প্রকোপ কমে যাওয়ায় সেরকম কড়াকড়ি আর নেই। মানুষের জীবনযাপনেও ফিরে এসেছে স্বস্তি। সম্প্রতি সুইজারল্যান্ডের রাজধানী শহর জেনেভায় গ্রীষ্মকালীন বারবিকিউ উৎসবের আয়োজন করেন বাঙালিরা। ১৯ জুলাই প্রাকৃতিক পিকনিক গার্ডেন Aventure de Geneve প্রবাসী বাঙালিরা উৎসবে মেতে উঠেন।

অনুষ্ঠানটির উদ্যাগ গ্রহণ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র নেতা জমাদার নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ড একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি রহমান খলিলুর মামুন।

সামাজিক এ মিলনমেলায় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, সহ-সভাপতি গোলাম মোর্শেদ, সহ-সভাপতি অরুন বডুয়া, সহ-সভাপতি মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি কাজী রহিম, প্রথম যুগ্ম সম্পাদক মাসুম খান দুলাল, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, সুইজারল্যান্ড বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক খান শরীফ, অনীল বনিক সুইস বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি ইমরান খান মুরাদ, শাহ আলম ফারুক, জেনেভা বাংলাদেশ ক্লাব সভাপতি হারুনুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সুইজারল্যান্ড একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক পলাশ বডুয়া, জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের সহকর্মী মিয়া আলাউদ্দীন ও তার পরিবার বর্গ।
খাবারের মেন্যুতে ছিল ভুনা গরুর মাংস, চিকেন তান্দুরী, চিকেন সসেস, সালাদ , রুটি। বিকেলের আপ্যায়নে ছিল মিষ্টি তরমুজ ও দেশি চা।