অনলাইন ডেস্ক : ভারতে চলমান করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই তেলেঙ্গানায় বিশাল নির্বাচনি র‍্যালি করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। রাজ্যটির সাতটি স্থানীয় নগর সংস্থার নির্বাচনি প্রচারের শেষদিনে এ র‍্যালি অনুষ্ঠিত হয় বলে বুধবার (২৮ এপ্রিল) জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, র‍্যালির ছবি টুইট করা হয়েছিল। নেটিজেনদের সমালোচনার মুখে পরে পোস্টটি সরিয়ে ফেলা হয়। রাজ্যটির ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ও কংগ্রেসসহ অন্যান্য দলগুলিও কোভিড প্রোটোকল লঙ্ঘন করে প্রচার চালিয়ে যাচ্ছিল। ওয়ারঙ্গল পৌর কর্পোরেশন নির্বাচনের জন্য বিজেপি প্রচারের নেতৃত্ব ছিলেন দলের রাজ্য সভাপতি বন্দী সঞ্জয়। তিনি এক জনসভায় ঘোষণা করেছেন, ওয়ারঙ্গলে বিজেপির পতাকা উঁচুতে ওড়াতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডিও ওয়ারঙ্গল ও খাম্মামে এক বিশাল সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসেবায় অবহেলা করছিলেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ারঙ্গলে একটি সুপার-স্পেশালিটি হাসপাতাল এবং একটি অক্সিজেন প্ল্যান্ট অনুমোদন করেছেন।

এখানে ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিও খুব বেশি পিছিয়ে নয়। যদিও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর এবং তাঁর পুত্র পৌর প্রশাসনের মন্ত্রী কেটি রমা রাও করোনা পজিটিভ হয়েছেন তবুও অন্যান্য মন্ত্রীদের সবজায়গায় ব্যাপক প্রচারের জন্য নিযুক্ত করা হয়েছিল।