অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবার করোনা পরীক্ষায় তার পজিটিভ ফল এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কানাডার এই প্রধানমন্ত্রীর করোনা আক্রান্তের খবর দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, আজ সকালে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তিনি ভালো বোধ করছেন। চলতি সপ্তাহে জনস্বাস্থ্য বিধি মেনে দূর থেকে কাজ চালিয়ে যাবেন।
এর আগে, গত সপ্তাহে জাস্টিন ট্রুডোর এক সন্তান করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে যান কানাডার এই প্রধানমন্ত্রী। তবে সেই সময় করোনার র্যাপিড টেস্টে নেগেটিভ ফল আসে তার।