Home বিনোদন করোনা উপসর্গ থাকায় নায়িকাকে ফিরিয়ে দিলো হাসপাতাল

করোনা উপসর্গ থাকায় নায়িকাকে ফিরিয়ে দিলো হাসপাতাল

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে কাঁপছে সারা দুনিয়া। ভয়ংকর ছোঁয়াচে হওয়ায় এ ভাইরাসে আক্রান্তদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা রোগীদের চিকিৎসা নিয়েও তৈরি হচ্ছে বিড়ম্বনা। যথেষ্ট প্রতিরোধক না থাকায় অনেক হাসপাতাল ও চিকিৎসকরা এ রোগের উপসর্গ দেখলেই রোগীকে তাড়িয়ে দিচ্ছেন। বাংলাদেশের মতো ভারতেও এরকম অনেক ঘটনার খবর পাওয়া গেছে।

এবার জানা গেল, করোনা উপসর্গ থাকায় স্পেনের হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন বলিউড এবং দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রিয়া সরণ। তার স্বামী আন্দ্রে কসচিভের গায়ে করোনার উপসর্গ দেখা দেয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পর তাদের ঘরে থাকার পরামর্শ দিয়ে চলে যেতে বলা হয়।

বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে স্পেনেই আছেন শ্রিয়া৷ আপাতত করোনার কারণে ঘরবন্দি তারা৷

এরই মাঝে হঠাৎ করে স্বামী আন্দ্রের শরীরে দেখা দেয় করোনার উপসর্গ৷ প্রথমটায় বেশ ভয়ই পেয়েছিলেন শ্রিয়া। স্বামীকে নিয়ে দৌড়েছিলেন স্থানীয় হাসপাতালে৷

শ্রিয়ার স্বামীর শরীরে করোনার উপসর্গ থাকলেও, সেটি খুব একটা সিরিয়াস না হওয়ায় তাকে গোটা পরিবারসহ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে৷ চিকিৎসকের কথা মেনে শ্রিয়া এখন বার্সেলোনাতে ঘরবন্দি।

Exit mobile version