অনলাইন ডেস্ক : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের টিকা রফতানি ‌‘সাময়িক’ বন্ধ করেছে ভারত। বুধবার (২৫ মার্চ) রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির খবর অনুযায়ী, নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে।

বিবিসির ওই খবরে বলা হয়, ভারতের এই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকতে পারে। সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যেই ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে।

ভারত ইতোমধ্যে অন্তত ৭৬টি দেশে ৬ কোটি ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি করেছে।

ভারতের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশটি করোনায় খুবই খারাপ সময় পার করছে। বুধবার দেশটিতে প্রায় ৪৭ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান শুরু হচ্ছে। এর ফলে তাদের প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন হবে।