Home কানাডা খবর করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ কি আসন্ন! অন্টারিওতে দৈনিক পজিটিভের সংখ্যা আবার ২০০...

করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ কি আসন্ন! অন্টারিওতে দৈনিক পজিটিভের সংখ্যা আবার ২০০ ছাড়িয়ে গেছে, আরও ২ জনের মৃত্যু

সুহেল ইবনে ইসহাক, টরন্টো, কানাডা: ওন্টারিওতে করোনা পজিটিভের সংখ্যা বৃদ্ধিতে ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় ওন্টারিওবাসী। তাহলে কি করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসন্ন? অন্টারিও কোভিড-১৯ এর ২১৮টি নতুন পজিটিভ কেইস এবং আরও দুটি মৃত্যুর খবরে ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় ওন্টারিওবাসী। গত রোববার স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেছেন, নতুন মামলাগুলির মধ্যে ৪০টি টরন্টোতে, ৩৩টি পিল এবং ২৩টি ইয়র্ক অঞ্চলে।

তিনি বলেন, সংখ্যাগুলি ১৪,১০০ এরও বেশি টেস্টের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত গুরুতর অসুস্থ ১১০ জন নিবিড় পরিচর্যা এবং ৭৮ জন রোগী ভেন্টিলেটরে রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ইলিয়ট বলেছেন, প্রদেশটি শনিবার ১৯.৫ মিলিয়নেরও বেশি শটের জন্য অন্টারিওতে ৬০,৫৮৩ টি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেছে।ছুটির কারণে সোমবার অন্টারিও সরকার কোনো তথ্য প্রকাশ করবে না।

Exit mobile version