অনলাইন ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপিনো উৎসবে গাড়ি হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাতে স্ট্রিট ফেস্টিভ্যালে এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, ঘটনার পর চালককে হেফাজতে নেওয়া হয়েছে। তবে একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেয়নি পুলিশ।

আটককৃতের বয়স ৩০ বছর। তিনি ভ্যানকুভারের বাসিন্দা।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নিজের এক্স পোস্টে তিনি বলেন, ‘ভ্যাঙ্কুভারের লাপু লাপু ফেস্টিভ্যালে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’ তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লাপু লাপু উৎসব ফিলিপাইনের অন্যতম বড় উৎসবগুলোর একটি। এই উৎসব ঐতিহাসিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে।