অনলাইন ডেস্ক : বাংলাদেশে এসেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল। শনিবার (৩ মে) সন্ধ্যায় চার দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকার কানাডা হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পল থোপিল।
বাংলাদেশ সফরকালে অন্তর্বর্তী সরকারের সদস্য এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি।
এ মুহূর্তে ঢাকার প্রতি কানাডার অঙ্গীকারের ওপর জোর দেবে। কারণ বাংলাদেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে।
সেই সঙ্গে ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলের (আইপিএস) মাধ্যমে এ অঞ্চলে কানাডার সম্পৃক্ততা তুলে ধরবেন পল।
কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রগুলো চিহ্নিত করবেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ বেসরকারি খাতের কারখানাগুলো পরিদর্শন করবেন, যা দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এবং মানুষে মানুষে সম্পর্কের চিত্র তুলে ধরে।
কানাডা এবং বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমবর্ধমান। কারণ বাংলাদেশ একটি বৃহৎ এবং ক্রমবর্ধমান বাজারে পরিণত হচ্ছে।
একই সঙ্গে বাংলাদেশ কানাডার অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার।
বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির প্রধান রপ্তানিকারক দেশ কানাডা। বাংলাদেশে তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতাও দেশটি। উভয় দেশ তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং সবুজ জ্বালানির মতো খাতগুলোতে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজছে।