অনলাইন ডেস্ক : পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা ১৫৫ বছরে পা দেবার এক সপ্তাহ পূর্বে সাস্কাচুয়ানের মেরিভ্যাল ইন্ডিয়ান আবাসিক স্কুল এলাকায় ৭৫১টি গণকবর আবিস্কারের ঘটনাকে বর্ণনা করতে গিয়ে গত ২৫শে জুন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কামলুপ্সের ইন্ডিয়ান আবাসিক স্কুলের ঘটনার এক মাসের মধ্যে এমন এক হৃদয় বিদারক আবিস্কারে কানাডার জনগণ একই সাথে আতংকিত এবং লজ্জিত। উল্লেখ্য, গত ২৪শে জুন সাস্কাচুয়ানের কাউয়াসেস জাতির প্রধান ক্যাডমাস ডলোরমী এবং কাউয়াসেস ফেডারেশনের প্রধান ববি ক্যামেরন এক প্রেস কনফারেন্সে বলেন, সাস্কাচুয়ানের রাজধানী রেজাইনার পূর্বে অবস্থিত মেরিভ্যাল ইন্ডিয়ান আবাসিক স্কুল চত্ত¡রে এই অচিহ্নিত গণকবরের সন্ধান পাওয়া গেছে। ১৮৯৯ সালের শুরু হওয়া মেরিভ্যাল ইন্ডিয়ান স্কুলটি ১৯৯৭ সাল পর্যন্ত তার কার্যক্রম পরিচালিত করে।
উল্লেখ্য, গত আঠার ও উনিশ শতকে কানাডা সরকারের ‘ডিপার্টমেন্ট অব ইন্ডিয়ান এফেয়ার্স’ আদিবাদী শিশুদের নিজ ভাষা ও সংস্কৃতি থেকে সরিয়ে কানাডার মূলধারার ভাষা ও সংস্কৃতির সাথে মেশানোর জন্য বাধ্যতামূলকভাবে বোর্ডিং স্কুলে পড়ার ব্যবস্থা করে। এই ব্যবস্থা অধিকাংশ আদিবাসী জনগোষ্ঠী মেনে না নিলেও সরকার তার তোয়াক্কা করেনি। সরকারের জোরপূর্বক এই ব্যবস্থা বাস্তবায়নের জন্য মূলত ক্যাথলিক চার্চকে দায়িত্ব দেওয়া হয়। ১৮৬৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবার থেকে নিয়ে এসে এসব বোর্ডিং স্কুলে রাখা হয়েছিল। এই শিশুদের প্রায়ই তাদের নিজেদের ভাষায় কথা বলতে ও তাদের সংস্কৃতি চর্চা করতে দেওয়া হতো না, তাদের অনেকের সঙ্গেই মানসিক, দৈহিক ও যৌন নিপীড়ন চালানো হতো। এই পদ্ধতির প্রভাবগুলি নথিবদ্ধ করতে ২০০৮ সালে একটি কমিশন গঠন করা হয়েছিল। কমিশন দেখতে পায়, বিরাট সংখ্যক আদিবাসী শিশু আর কখনোই তাদের নিজেদের সমাজে ফিরে যায়নি। ধারণা করা হয়, এই সময়ের মধ্যে ৩২০০ থেকে ৬০০০ আদিবাসী শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হৃদয় বিদারক আবিস্কারের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, যারা এমন শিক্ষাব্যবস্থার প্রবর্তন করেছিলেন এবং যারা এর পরিচালনায় ছিলেন তারা চরম মানবতার বিরোধী কাজ করেছেন এবং যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের সবার ক্ষমা চাওয়া উচিৎ। যেহেতু এর পরিচালনার সাথে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে ক্যাথলিক চার্চ, সেজন্য ক্যাথলিক চার্চের প্রধান পোপকে কানাডায় এসে ক্ষতিগ্রস্থ জাতি এবং মানুষদের কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি আহবান জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, ইন্ডিয়ান আবাসিক স্কুলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ সবার পাশে কানাডার সরকার এবং লিবারেল পার্টি সব সময় থাকবে এবং আর্থিক ও মানসিক যে কোন সহযোগিতার জন্য কানাডার সরকার সব সময় প্রস্তুত। সেই সাথে ইন্ডিয়ান আবাসিক স্কুলের আশে পাশে আরো গণকবর খোঁজার ব্যাপারে সরকার সব ধরনের আর্থিক সহযোগিতা করবে।
উল্লেখ্য, গত ২৭ মে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার পরিত্যক্ত ‘কামলুপ্স ইন্ডিয়ান রেজিডেনশল স্কুল’ এ ২১৫ শিশুর গণকবর খুঁজে পাওয়ার পর সারা দেশব্যাপী অবলুপ্ত কানাডিয়ান ইন্ডিয়ান আবাসিক স্কুল ব্যবস্থার বিরুদ্ধে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তারপর পূর্ব সাস্কাচুয়ানের মেরিভ্যাল ইন্ডিয়ান আবাসিক স্কুল এলাকায় ৭৫১টি গণকবর আবিস্কারের ঘটনা শান্তিপ্রিয় মানুষদের আরো বেশি দুঃখ ভারাক্রান্ত করে তুলেছে।