Home আন্তর্জাতিক কানাডার তৈরি বিমান নিষিদ্ধ করার হুমকি দিলেন ট্রাম্প

কানাডার তৈরি বিমান নিষিদ্ধ করার হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : কানাডার তৈরি বিমানের ওপর নিষেধাজ্ঞা এবং ৫০ শতাংশ উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অটোয়ার সাথে বাণিজ্য ও ভূ-রাজনীতি নিয়ে চলমান উত্তজনা থেকেই এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প জানান, কানাডা বেশ কয়েকটি মার্কিন গালফস্ট্রিম জেট বিমানের সার্টিফিকেশন দিতে অস্বীকার করায় তিনি এই পদক্ষেপ নিতে যাচ্ছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, সমস্যার দ্রুত সমাধান না হলে কানাডার তৈরি বোম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেসসহ সব ধরনের বিমানের সনদ বাতিল করা হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এসব বিমান বিক্রির ক্ষেত্রে ৫০ শতাংশ শুল্ক গুনতে হবে।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন আকস্মিক হুমকিতে তৈরি হয়েছে আইনি জটিলতা। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর মতে, সরাসরি কোনো বিমান ডেসার্টিফাই করার ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের নেই। এই বিষয়টি সাধারণত ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেখাশোনা করে।

এ বিষয়ে এফএএ এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে ট্রাম্পের এই বার্তার পর বোম্বার্ডিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং কানাডা সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতের একটি বড় অংশ জুড়ে রয়েছে কানাডার তৈরি করা বিমান। সিরিয়াম নামক একটি তথ্য সংস্থার মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ৫ হাজার ৪০০টি কানাডীয় বিমান নিয়মিত চলাচল করছে, যার অর্ধেকই বোম্বার্ডিয়ার কোম্পানির।

Exit mobile version