অনলাইন ডেস্ক : কানাডার আসন্ন ফেডারেল ইলেকশনে দেশটিতে বসবাসকারী ফ্রেঞ্চদের নিরাপত্তার বিষয়টি হতে পারে একটি প্রধান ইস্যু। পুনর্গঠন বিল ‘বিল ১০১’ উপস্থাপনের মাধ্যমে সরকার গ্রীষ্মের নির্বাচনি প্রচারভিযানের জন্য ফরাসি ভাষাভাষিদের নিয়ে বিতর্কের বিষয়টি উস্কে দিয়েছে। এখন এটি হতে পারে একটি প্রধান আলোচনার বিষয়। অনেকে মনে করছেন স্পর্শকাতর এই বিষয়টি ভোটারদের মনোভাবে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। বিল ৯৬ নিয়ে ব্যাপক সমালোচনার পর এখন প্রধান সব রাজনৈতিক দলই এমন ভাব দেখাচ্ছে যে, তারাই কানাডাতে ফ্রেঞ্চদের নিরাপত্তা দেয়ার সবচেয়ে উপযুক্ত দল। লিবারেল পার্টি, কনজারবেটিভ পার্টি, ব্লক ও নিউ ডেমোক্রেটরা চলতি সপ্তাহে এই বিষয়ে খোলামেলা আলোচনা করেছে। বিলের বিষয়ে সরাসরি কোন সিদ্ধান্তের কথা না জানিয়ে তারা সবাই ফ্রেঞ্চদের নিরাপত্তার বিষয়টি যে গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোকপাত করেছে। কোয়ালিশন এভেইনার কুইবেকের (সিএকিউ) জনপ্রিয়তা অন্যদলগুলোর জন্য ঈর্ষার কারণ হলেও তারাও বিলটি নিয়ে সরকারের খুব বেশি সমালোচনা করছে না। সবাই চাইছে প্রতিপক্ষকে ঘায়েল করতে কীভাবে এই ইস্যুটি কাজে লাগানো যায়।

লক্ষনীয় একটি বিষয় হচ্ছে বড় দলগুলো ফ্রেঞ্চদের নিরাপত্তা ইস্যুতে কিছু বিষয়ে সোচ্চার হলেও কিছু বিষয়ে আবার সতর্কতার সাথে নিরব থাকছে। সিএকিউ মোর্চার প্রধান শরিক পার্টি কিউবেকের এক নেতা যেমনটা বললেন যে তারা চান না এই বিল নিয়ে ন্যাশনাল এসেম্বলিতে ট্রুডো সরকার কোন বিব্রতকর অবস্থায় পরুক। অন্যদিকে কনজারবেটিভরা বলছে কুইবেকের স্বায়ত্বশাসনের প্রতি তাদের পূর্ণ শ্রদ্ধা ও আস্থা আছে। পুনর্গঠন বিলে ফ্রেঞ্চ ভাষাকে প্রভিন্সের একমাত্র সরকারি ভাষা ও সাধারণ ভাষা হিসেবে স্বীকৃতির যে প্রস্তাব করা হয়েছে তাতে সেখানে সরাসরি অধিক নিরাপদ হবে বলে তাদের বিশ্বাস।

নিউ ডেমোক্রেটরাও কুইবেকে ফ্রেঞ্চ ভাষাভাষিদের নিরাপত্তার বিষয়টির প্রতি সমর্থন জানিয়েছে। তবে তারা অ্যাংলো- কুইবেক সংখ্যালঘুদের বিষয়ে বরাবরের মতোই নিরব রয়েছে। দলের প্রধান জগমিত সিং বলেছেন কুইবেকে ফ্রেঞ্চদের সংখ্যা গত কয়েক বছর যাবত হ্রাস পাচ্ছে। এই পুনর্গঠন বিল পাস হলে এখানে তাদের সংখ্যা বাড়বে। তবে তিনি সব সংখ্যালঘুদের বিষয়েই কানাডা সরকারকে আন্তরিক থাকার আহবান জানিয়েছেন। তিনি ভাষাগত সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে জোর দেয়ার দাবি জানান। সূত্র : রেডিও কানাডা