বাংলা কাগজ ডেস্ক : কানাডার উদ্ভাবন, বিজ্ঞান এবং শিল্প মন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ্পি শ্যাম্পাগ্নে গত ৯ই জুলাই দেশের বিভিন্ন স্থানে রজারস-এর নেটওয়ার্কের ত্রুটির ফলে যে নিথর অবস্থার তৈরি হয় এবং জন দূর্ভোগ সৃষ্টি হয়, সে জন্য রজারস এর প্রধান কর্মকর্তার সাথে খুব দ্রæত আলোচনায় বসবেন। উল্লেখ্য, গত কয়েক দিন রজারস এর নেটওয়ার্কের ত্রæটির ফলে কানাডার অন্টারিও’র টরন্টো, মিশিশাগা, লন্ডন, কিচেনার এবং কুইবেকের মন্ট্রিয়লে এর অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। রজারস এর সাথে সংযুক্ত সকল কিছুর নেটওয়ার্ক হঠাৎ করে অকেজো হয়ে যাবার ফলে মানুষজন স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সাথে সকল ধরনের অফিসের নেটওয়ার্ক স্থবির হয়ে পড়ে। এর ফলে অফিসের যোগাযোগ, স্বাস্থ্য খাত, ব্যাংকিং খাত থেকে শুরু করে সকল ক্ষেত্রের মানুষকে এক কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়। এমন কি অতি জরুরী বিষয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতার ক্ষেত্রেও জনগণকে দূর্ভোগ পোহাতে হয়।
ভবিষ্যতে দেশকে যেন এমন ধরনের পরিস্থিতির মধ্যে আর না পড়তে হয়, সেজন্যই শিল্প মন্ত্রী রজারস এর প্রধান নির্বাহী টনি স্টাফেইরি এবং টেলিকম শিল্পের অন্যান্য নেতাদের সাথে আলোচনায় বসতে চান। মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টেলিকম শিল্প এক বিশেষ গুরুত্ব বহন করে। আক্ষরিক অর্থে দেশের অনেক ক্ষেত্রের যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপরিভাবে এই শিল্পের উপর নির্ভরশীল। ফলে এই শিল্পকে যেভাবেই হোক আরও সুন্দর এবং কার্যকরী রাখতে হবে। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এমন ধরনের আলোচনা নিঃসন্দেহে রজারস নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবার কারণ জানার সাথে সাথে ভবিষ্যতে এর সাথে জড়িত সকল কোম্পানীকে আরও বেশী সতর্ক করে তুলবে।
রজারস পক্ষ থেকে এই নেটওয়ার্ক জনিত কারণের ফলে যে সব ব্যক্তি ও প্রতিষ্ঠান ক্ষতি এবং দূর্ভোগের শিকার হয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের দক্ষ টিম এর সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে যেন এমন কোন ঘটনার পরিস্থিতি আর না হয়, সে দিকেও বিশেষভাবে দৃষ্টি দেয়া হবে। রজারস থেকে জানানো হয়, তারা কখনও প্রত্যাশা করে নি, এমন এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হবে রজারস নেটওয়ার্কের সাথে সম্পর্কীত ব্যক্তি এবং প্রতিষ্ঠান। নেটওয়ার্কের এই ত্রুটির জন্য ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে অনেকে মনে করছেন। তবে কানাডার শিল্প মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেক মহল মন্তব্য করেছে, এমন আলোচনা দেশের টেলিকম নেটওয়ার্ক ব্যবস্থাকে আরও সুন্দর ও কার্যকরী করতে সহায়তা করবে।