Home কানাডা খবর কানাডার স্কুলে ভাল্লুকের হামলা, শিক্ষার্থী-সহ আহত ১১

কানাডার স্কুলে ভাল্লুকের হামলা, শিক্ষার্থী-সহ আহত ১১

অনলাইন ডেস্ক : আতঙ্ক ছড়াল কানাডার একটি স্কুলে। হঠাৎই স্কুল চত্বরে ঢুকে পড়ে একটি ভাল্লুক। ওই ভাল্লুকের আক্রমণে আহত হয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী-সহ ১১ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ওই স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে ভাল্লুকটিকে খুঁজে বার করার চেষ্টা করছেন প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা। কী ভাবে স্কুলের মধ্যে ভাল্লুকটি ঢুকে পড়ে তাও জানার চেষ্টা করছেন তারা।

বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময়,বৃহস্পতিবার বিকেলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার বেলা কুলা শহরের একটি হাঁটার পথে এই ঘটনাটি ঘটে। ওই স্কুলটি ভ্যাঙ্কুভার থেকে ৭০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। নাক্সালক নেশন জানিয়েছে যে হামলা করার পরে পালিয়ে গিয়েছে ওই আক্রমণাত্মক ভাল্লুকটি। ঘটনাস্থলে আছেন পুলিশ এবং সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। এর পরেই স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। তাদের বাড়ির মধ্যে থাকার এবং ওই রাস্তার আশেপাশে না আসার জন্যও বলা হয়েছে।

সেখানকার জরুরি স্বাস্থ্যসেবা বিভাগের মুখপাত্র ব্রায়ান টোয়েটস জানিয়েছেন, ওই ভাল্লুকের আক্রমণে দু;জন গুরুতর আহত হয়েছে। দু’জনের অবস্থা গুরুতর। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ভেরোনিকা শুনার নামের এক অভিভাবক জানান, রাস্তায় ভাল্লুকটিকে আসতে দেখে অনেক লোক আক্রমণ থামানোর চেষ্টা করেছিলেন। তিনি জানান তার ১০ বছর বয়সী ছেলে আলভারেজও আক্রমণের শিকার হয়েছে। ওই প্রাণীটি এত কাছে চলে এসেছিল যে তাকে দেখেই ভয় পেয়ে যায় শিক্ষার্থীরা। ওই ভাল্লুকটি এক জন শিক্ষককেও ধাক্কা মেরে ফেলে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার পরে স্কুল আপাতত বন্ধ রাখা হয়েছে।

Exit mobile version