Home কানাডা খবর কানাডায় এক বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা

কানাডায় এক বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : কানাডায় একটি বাড়ি থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির ভ্যানকুভার শহরে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির পুলিশ প্রশাসন বলছে, এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ধরে তদন্ত শুরু হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশের বিশ্বাস, তারা সবাই পূর্বপরিচিত ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তথ্য-প্রমাণ বলছে, এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। তবে এর সঙ্গে আঞ্চলিক গ্যাং সহিংসতার যোগসূত্র রয়েছে বলে মনে করে না পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশকে মঙ্গলবার রাতে (২৫ জানুয়ারি) ঘটনাস্থলে ডাকা হলেও ভুক্তভোগীদের সম্ভবত সোমবার রাতেই হত্যা করা হয়েছে। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে পুলিশের তদন্ত দলের সদস্য ডেভিড লি বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায় চমকিত।

Exit mobile version