অনলাইন ডেস্ক : কানাডায় শীতের প্রকোপ বাড়ছে। মানুষ এখন খোলা জায়গার তুলনায় আবদ্ধ স্থানেই বেশি সময় কাটাচ্ছে। এতে অল্প জায়গায় বেশি মানুষের সমাগম হচ্ছে। এটি করোনা সংক্রমনের জন্য একটি ঝুঁকিপূর্ণ বিষয়। তাই পাবলিক হেলথ এজেন্সি অব কানাডা (পিএইচ এসি) মাস্ক নির্দেশনায় কিছু পরিবর্তন এনেছে। এখন সবাইকে তারা কাপড়ের সাধারণ মাস্কের পরিবর্তে উন্নত মানের মেডিকেল মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরাও এই বিষয়টির সাথে একমত পোষণ করছেন।
পি এইচ এসি গত ১২ নভেম্বর তাদের ওয়েব পেইজে দেয়া বিজ্ঞপ্তিতে জানায়, সাধারণভাবে নন-মেডিকেল মাস্ক কার্যকর হলেও বর্তমান বিশেষ পরিস্থিতিতে এই ধরনের মাস্ক খুব একটা কার্যকর না-ও হতে পারে। তাই এখন সবাইকে এন-৯৫ বা কে এন-৯৫ এর মত উন্নত মানের মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। এতে আরো বলা হয়, মেডিকেল মাস্ক অথবা বাষ্প প্রতিরোধী মুখোশ করোনা সংক্রমনের উচ্চ ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান শীত মৌসুমে করোনার জীবাণুবাহী ড্রপলেট দীর্ঘক্ষণ বাতাসে ভেসে বেড়ায়। সাধারণ মাস্ক এসব জীবাণু থেকে আপনাকে রক্ষা পারবে না। তাই বদ্ধ জায়গায় জনসমাগম হলে সংক্রমণ থেকে বাঁচতে উন্নত মানের মাস্ক ব্যবহারের বিকল্প নেই।
কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা থেরেসা টেমও তার অনলাইন নির্দেশনায় ‘মাস্ক নীতির’ পরিবর্তনের কথা জানিয়েছেন। তিনি বলেন, করোনার শুরুতে উন্নত মানের মেডিকেল মাস্কের সংকট ছিল। তাই সেগুলো শুধু ডাক্তার ও নার্সদের ব্যবহারের জন্য অনুমতি দেয়া হতো। এখন কানাডাতেই উন্নতমানের মাস্ক ও মুখোশ তৈরি হচ্ছে। তাই এগুলো এখন আর সাধারণ মানুষের ব্যবহারের বিষয়ে কোনো বিধি-নিষেধ নেই।
ইউনিভার্সিটির অব টরন্টোর ডেলা লানা স্কুল অব পাবলিক হেলথ বিভাগের শিক্ষক মেরিয়ান লেভিস্কি বলেন, উন্নত মানের মেডিকেল মাস্ক এখন সবার জন্যই সহজলভ্য। তাই নিজের এবং অপরের সুরক্ষায় সবারই এখন সাধারণ মাস্ক বাদ দিয়ে উন্নত মানের মাস্ক ব্যবহার করা উচিত।
পিএইচ এসি এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, টিকা নেওয়ার পর অনেকে মনে করেন তার আর মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই। এটি ভুল ধারণা। কেননা পূর্ণমাত্রা টিকা নেয়ার পরও অনেকেই করোনায় আক্রান্ত হওয়ার তথ্য রয়েছে। তাই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। বিশেষ করে উচ্চমাত্রায় সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষায় মাস্কের বিকল্প নেই।
টরন্টোর উইলিয়াম অসলার হেলথ সিস্টেমের ডাক্তার ব্রুকস ফালিস বলেন, বাতাসে ভাসমান করোনার জীবানু এত ক্ষুদ্র যে এটি সাধারণ কাপড়ের মাস্ক দিয়ে ঠেকানো সম্ভব নয়। তাই শীতের মৌসুমে এই মহামারীর সংক্রমণ থেকে বাঁচতে হলে আপনাকে উন্নত মানের মাস্ক ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে মাস্কটি যেন আপনার মুখে ভালোভাবে ফিট হয় অর্থাৎ ঠিকভাবে এটি থাকে। সূত্র : সিবিসি