Home কানাডা খবর কানাডায় ছুরি হামলায় নিহত ২

কানাডায় ছুরি হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক : কানাডার কুইবেক শহরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কমপক্ষে দুজনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি বেশ কয়েকজনের ওপর হামলা চালান। খবর বিবিসির।

অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে হামলাকারী নিশ্চিত হওয়া পর্যন্ত রাতে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছে পুলিশ।

কানাডার ন্যাশনাল পাবলিক ব্রডকাস্টিং রেডিও জানিয়েছে, ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

Exit mobile version