Home কানাডা খবর কানাডায় ন্যাশনাল ইথনিক মিডিয়া এওয়ার্ড পেলেন তানভীর ইউসুফ রনী

কানাডায় ন্যাশনাল ইথনিক মিডিয়া এওয়ার্ড পেলেন তানভীর ইউসুফ রনী

অনলাইন ডেস্ক : কানাডিয়ান ন্যাশনাল ইথনিক প্রেস এ্যান্ড মিডিয়া এওয়ার্ড পেয়েছেন সংবাদকর্মী তানভীর ইউসুফ রনী। কানাডিয়ান মিডিয়া জগতে বহুমাত্রিক সংস্কৃতির প্রসার ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশী সাংবাদিক হিসেবে এই এওয়ার্ড অর্জন করেন দীর্ঘদিন বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত থাকা রনী। কানাডায় কর্মরত বাংলাদেশী সাংবাদিক হিসেবে কানাডার বহুমাত্রিক কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য তানভীর ইউসুফ রনীকে গত শুক্রবার টরন্টো সিটি হলে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এওয়ার্ড প্রদান করেন অন্টারিওর ভ্রমণ, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক মন্ত্রী লিসা ম্যাকলিওড। এসময় বিভিন্ন বক্তব্যে অন্টারিওর মন্ত্রী লিসা ম্যাকলিওড, টরন্টো সিটি মেয়র জন টরি, অন্টারিও পার্লামেন্ট-এর সাংসদ আরিস বাবিকিয়ান এবং ন্যাশনাল ইথনিক মিডিয়া এন্ড প্রেস কাউন্সিলের চেয়ারম্যান টমাস সারাস কানাডায় বিভিন্ন দেশের মিডিয়ার ভূঁয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, এসময় ৭টি ক্যাটাগরিতে বিভিন্ন কমিউনিটি থেকে নির্বাচিত ২৬ জনকে এওয়ার্ড প্রদান করা হয়। অন্টারিওর বাইরে থেকে একমাত্র বাংলাদেশী সাংবাদিক হিসেবে রনী এই এওয়ার্ড গ্রহণ করেন।

Exit mobile version