অনলাইন ডেস্ক : আগামী ১ এপ্রিল থেকে কানাডায় প্রবেশকারি ভ্রমনকারিদের জন্য আর ‘প্রাক আগমন করোনা পরীক্ষার (প্রি-এরাইভাল কোভিড টেস্ট) বাধ্যবাধকতা থাকছে না। গত বৃহস্পতিবার সকালে ফেডারেল সরকারের স্বাস্থ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রীদের এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, ১ এপ্রিল থেকে সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারিদের জন্য কানাডায় প্রবেশে করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা নেই। এজন্য বিমানবন্দর ও স্থলসীমান্ত ক্রসিংগুলো থেকে করোনা পরীক্ষার বাদ্যবাধকতা তুলে নেয়া হবে।
বর্তমানে কানাডায় প্রবেশের সময় ভ্রমণকারিকে অবশ্যই করোনার নেগেটিভ এন্টিজেন অথবা মলিকিউলার টেস্ট রিপোর্ট দেখাতে হয়। ১ এপ্রিল থেকে আর এটির প্রয়োজন হবে না। এতে ভ্রমণকারিদের বিপুল পরিমাণ খরচ কমবে। গত ২ বছর যাবত সরকারও এসব টেস্টের পেছনে লাখ লাখ ডলার ব্যয় করেছে।
বুধবার অন্টারিওর এলিস্টনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ‘করোনা পরীক্ষা ব্যবস্থা’ কখন শেষ হবে তা নিশ্চিত না করলেও শিগগিরই তা শেষ হবে বলে আভাস দিয়েছিলেন। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ বিষয়গুলো দেখছে। তাদের পরামর্শ মত মাত্র কয়েক সপ্তাহ আগে সীমান্তে কিছু ব্যবস্থা শিথিল করা হয়েছে। আরও কী কী করতে পারি তা আমরা দেখছি। প্রয়োজন না থাকলে এন্টিজেন টেস্ট তুলে দেয়া হবে আর প্রয়োজন দেখা দিলে আবার সব ব্যবস্থা ফিরিয়ে আনা হবে।
ফেডারেল সরকারের সিন্ধান্তকে স্বাগত জানিয়ে ম্যাকমাস্টার ইউনিভার্সিটির সংক্রমক রোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক জেইন চাগলা বলেন, এটি একটি ভাল সিদ্ধান্ত। আরো আগেই এই পদক্ষেপ নেয়া যেত। তার মতে গত ফেব্রুয়ারি থেকেই সীমান্তে এ ধরনের পরীক্ষার প্রয়োজনীয়তা শেষ হয়েছে। তিনি বলেন,‘আমি আনন্দিত যে আমরা আমাদের অনেক বন্ধু দেশের সাথে একই কাতারে সারিবদ্ধ হয়েছি। তারা অনেক আগেই এসব পরীক্ষা বাদ দিয়েছে। এখন ভ্রমণকারিরা অনেক নিরাপদ বোধ করবে, সেই সাথে বাড়তি খরচের ঝামেলা থেকেও বাঁচবে।’
শিল্পগ্রুপ দ্য কানাডিয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম রাউন্ড টেবিলের মতে, ওমিক্রনের আঘাত এতটাই ব্যাপক ছিল যে, এটি প্রতিরোধে এ ধরনের পরীক্ষা কোন কাজে আসেনি। বরং এর ফলে ভ্রমণকারিরা বাড়তি ঝামেলার মধ্যে পড়েছে। তারা কানাডায় আসতে নিরুৎসাহিত হয়েছে। যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে এসব পরীক্ষার প্রয়োজনীয়তা বাদ দিয়েছে।
এখন কানাডাতেও এটি বাদ দেয়ার ঘোষণা দিল ফেডারেল সরকার। তবে কানাডা থেকে ছেড়ে যাওয়া অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট, রেল, বাস ও জাহাজে ভ্রমণের জন্য সরকারের ভ্যাকসিন আদেশ কার্যকর থাকবে। সূত্র : সিবিসি