অনলাইন ডেস্ক : কানাডায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কানাডার বিভিন্ন শহরে অভিবাসী বাংলাদেশিরা এই দিনটি নানান কর্মসূচির মাধ্যমে উদযাপন করে। এ উপলক্ষে ওটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস ভার্চুয়ালি এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

দূতাবাস আয়োজিত দেড় ঘণ্টার জমজমাট এবং মনোজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন বঙ্গবন্ধুর সহযোগী তোফায়েল আহমেদ, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী, কানাডা প্রবাসী-মুক্তিযুদ্ধের সহযোগী রবিউল আলম, অধ্যাপক ড. হোসেন মনসুর এবং হাইকমিশনার ড. খলিলুর রহমান। বিজ্ঞ আলোচকবৃন্দ তাদের প্রাজ্ঞ আলোচনায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিশ্লেষণ করেন।

এই আগেও দূতাবাসে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ শীর্ষক অনুষ্ঠানটি ছিল চমৎকার। হাই কমিশনার ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক মন্ত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান, অধ্যাপক ড. মোজাম্মেল হক, অটোয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো নিপা ব্যানার্জি এবং কানাডায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত অজয় বিশারিয়া।

এদিকে, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে টরন্টো শহরে বর্ষব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সমাপনী হলো গত বুধবার (১৭ মার্চ)। প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজন করে। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিলেন কানাডিয়ান ব্লাড সার্ভিসেস, প্রজেক্ট লন্ডন ১৯৭১, মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ও ক্যানাটা ফাউন্ডেশন।

কর্মসূচিতে শুভেচ্ছা জানিয়েছেন টরন্টো সিটি মেয়র জন টরি, ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার, বাংলাদেশি বংশোদ্ভূত এমপিপি ডলি বেগম, কাউন্সিলর গ্যারি ক্রফোর্ড।