রাজীব আহসান, কানাডা : কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম বলেছেন, কানাডায় ভ্যাকসিন নিয়ে নাগরিকদের মতামত অগ্রাধিকার পাবে।

ডা. থেরেসা ট্যাম স্ট্যাটিস্টিক্স কানাডার এক নতুন জরিপে দেখিয়েছেন, গড়ে সাতজন কানাডিয়ানদের মধ্যে একজন কোভিড-১৯ ভ্যাকসিন পেতে চায় না।

তিনি মঙ্গলবার অটোয়ায় সাংবাদিকদের বলেন, আমরা আমাদের নাগরিকদের একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দেয়ার খুব কঠোর পরিশ্রম করে চলেছি।

উল্লেখ্য সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৯৬৯ জন, মৃতের সংখ্যা ৯ হাজার ৯০ জন এবং সুস্থ হয়েছেন ১লাখ ১২ হাজার ৫০ জন।

কানাডায় ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলছে।কানাডিয়ানরা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে অফিস-আদালত করছেন ।