অনলাইন ডেস্ক : ভ্যাকসিন নেয়ার পর রক্ত জমাটবাধার ঘটনা কানাডায় খুবই কম। গত শনিবার এধরণের ২য় রোগির সন্ধান পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে। এর আগের সপ্তাহে এধরনের ১ম ঘটনার খবর পাওয়া গিয়েছিল। দুটি ঘটনায় আক্রান্ত রোগিই এস্ট্রাজেনেকার টিকা নিয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, শতশত টিকা গ্রহণকারীর মধ্যে ২ জন কী কারণে এই ধরণের সমস্যায় আক্রান্ত হলেন তা খুঁজে দেখা হচ্ছে। তারা জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

প্রসঙ্গত, কানাডায় টিকাদানের হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাইতে অনেক কম। দেশটিতে স¤প্রতি করোনা সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকা কর্মসূচী বাড়ানো উচিত বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। সূত্র : রয়টার্স