অনলাইন ডেস্ক : কানাডায় স্থায়ী মর্যাদা পাবেন ইউক্রেনীয় শরণার্থীরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, চলমান যুদ্ধের মধ্যে চালু হওয়া অস্থায়ী অভিবাসন কর্মসূচির আওতায় কানাডায় আসা ইউক্রেনীয়রা স্থায়ী মর্যাদা পাবেন।

সিবিসির সাথে সাক্ষাৎকারে জাস্টিন ট্রুডো বলেন, ‘যে ইউক্রেনীয়রা এখানে এসেছে তাদের বিষয়ে আমি জানি তাদের অনেকেই বাড়ি ফিরে পুনর্নির্মাণের জন্য উন্মুখ। তাদের অনেকেই থাকতে চান। তাদেরকে স্বাগত জানানো হবে এবং একই সাথে অসাধারণ কানাডিয়ান এবং গর্বিত ইউক্রেনীয় হয়ে থাকবেন।’

ট্রুডোর সাক্ষাৎকারটি ইউক্রেনীয় অভিবাসীদের বংশধরদের মালিকানাধীন টরন্টোর একটি বেকারিতে রেকর্ড করা হয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা ইউক্রিনফর্ম। খবরে বলা হয়েছে, ২০২২ সালে ১ লাখ ৩৫ হাজার ইউক্রেনীয় কানাডায় পৌঁছেছে। যদিও তাদের সবাই শরণার্থী ছিল না। মার্চের মাঝামাঝি সময়ে ফেডারেল সরকার ইউক্রেনীয়দের দ্বারা দাখিল করা ৪ লাখ ৭০ হাজারেরও বেশি বিশেষ ভিসার আবেদন মঞ্জুর করেছে। সূত্র : সিবিসি