১লা মার্চ রোববার, কানাডা আওয়ামী লীগ এক কর্মী সভা করে টরেন্টোর বাঙালি অধ্যুষিত ডেনফোর্থ এলাকায়। ৫০ ডেনফোর্থস্থ সালিমার বেংকুয়িট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মন্ট্রিয়াল থেকেও নেতাকর্মীরা উপস্থিত হন।

অনুষ্ঠানের মূল বিষয় ছিল স্থগিত থাকা কানাডা আওয়ামী লীগের কার্যক্রম জননেত্রীর আদেশে পুনরায় সচল করা এবং নতুন নেতৃত্ব বদল। জনাব আজিজুর রহমান প্রিন্সকে সভাপতি এবং মন্ট্রিয়লের জনাব ইতরাদ জুবেরি সেলিমকে সেক্রেটারী করে কানাডা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। ঘোষণার আগে জনাব আজিজুর রহমান প্রিন্স তার সংক্ষিপ্ত বক্তৃতায় স¤প্রতি জননেত্রীর নির্দেশ সম্বলিত আদেশ ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মুজিব দিবস উদযাপনের জন্য আগামি সপ্তাহে দলের নেতাকর্মীদের আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। এক প্রশ্নের জবাবে জনাব প্রিন্স বলেন অন্টারিও আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা কর্তৃক অনুমুদিত একটি প্রাদেশিক সংগঠন, তাদের সকল কার্যক্রম বৈধ এবং আমাদের সমর্থন আছে অন্টারিও আওয়ামী লীগের প্রতি। বিদায়ী সভাপতি নিয়ম অনুযায়ী দলের গুরত্বপূর্ণ ব্যক্তি এবং অন্যতম উপদেষ্টা। প্রাক্তন সভাপতিদের প্রতি সম্মান নিশ্চিত করা হবে সবক্ষেত্রেই। তবে কানাডা আওয়ামী লীগের নামে কোন প্রকার প্রচার, বিজ্ঞাপন বা বিবৃতি নীজ দায়িত্বে দিবেন বলে ঘোষণা করেন। উপস্থিত নেতৃবৃন্দ দলের নতুন নেতৃত্বকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন জনাব বেলাল সামসুল, খালেদ সাইফুল্লাহ, সোহেল রানা, পারভেজ, রঞ্জিত, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন সুইট, মোহাম্মদ হাসান, জসিম চৌধুরী, সুদিপ সোম রিংকু এবং কুইবেক আওয়ামী লীগের সভাপতি জনাব মুন্সি বশির। নব নিযুক্ত সেক্রেটারী জনাব ইতরাদ জুবেরি সেলিম এবং সভাপতি আজিজুর রহমান প্রিন্স দুজনেই তাদের বক্তব্যের জবাব দেন এবং বলেন, শিঘ্রই সকলের সম্মতিতে একটি পূর্ণাজ্ঞ কমিটি গঠন করে মাননীয় নেত্রীর নিকট প্রেরণ করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুল ইসলাম। সভাশেষে সবাইকে মধ্যহ্নভোজের আমন্ত্রণ জানানো হয় এবং সভার সমাপ্তি ঘোষণা করা হয়। নিজস্ব প্রতিনিধির সংবাদ