আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত আলোচকবৃন্দ

অনলাইন ডেস্ক : গত ২রা ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে টরন্টোতে বসবাসরত বাংলাদেশী কানাডিয়ানদের সন্তানরা কানাডিয়ান সোসাইটিতে কিভাবে নিজেদের জায়গা করে নিচ্ছে অথবা তারা কি ধরনের প্রতিক‚লতার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, সে বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আলোচনায় এ বিষয়ে মূল বক্তব্য রাখেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মুস্তাহীদ। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মের বাংলাদেশী কানাডিয়ানদের মনোচেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে টরন্টোর মত বহুজাতিক সংস্কৃতির একটি বড় শহরে বাস করতে গিয়ে কি ধরনের ভালো লাগা, মন্দ লাগা এবং বিভিন্ন দ্ব›েদ্বর সম্মুখীন হয় এই তরুণ প্রজন্ম, সেটার উপর তিনি আলোকপাত করেন। তিনি উপস্থিত দর্শক এবং অভিভাবকদের সাথে এই বিষয়ে আলোচনা এবং মতবিনিময় করেন। উল্লেখ্য, ডক্টর মুস্তাহীদ এমন এক বিষয়ের উপর একটি গ্রন্থ রচনা করছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা এবং মতবিনিময়ের ফলে সবার সাথে আলোচনা ও এই আলোচনা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত তাঁর গ্রন্থকে সমৃদ্ধ করবে।
মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন এনায়েত করিম বাবুল, রাজকুমার বিশ্বাস, ফুয়াদ চৌধুরী, জগলুল আজিম রানা, সাগর আহমেদ, শারমিন শরীফ, সোলাইমান তালুত রবিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিদুল আলম টুকু।