অনলাইন ডেস্ক : অবশেষে কারাগারেই মৃত্যু হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ৪৭ বছর বয়সি এই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি তার দল।

শুক্রবার ইয়ামালো-নেনেতস অঞ্চলের কারা বিভাগ এক বিবৃতিতে জানায়, হঠাৎ করে হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। অসুস্থতার বিষয়টি মেডিকেল কর্মীদের জানানোর পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় একটি অ্যাম্বুলেন্স টিম। প্যারামেডিকরা আসামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নাভালনির মৃত্যুর খবর জানানো হয়েছে।

মস্কো থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে খার্পের আইকে-৩ কারাগারে বন্দি ছিলেন নাভালনি। সাধারণত এই কারাগারে কঠোর অপরাধে শাস্তিপ্রাপ্ত আসামীদের রাখা হয়।