Home কানাডা খবর কারু’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

কারু’র মহান স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক : গত ২৫শে মার্চ সন্ধ্যায় টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ’র রেড হট তন্দুরি রেস্টুরেন্টে কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU) বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা এবং ইফতারের আয়োজন করে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে বাংলাদেশের রাজশাহী শহরে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে প্রাকৃতিক মনোমুগ্ধকর এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি এবং ৬০টি বিভাগ রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রাখেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করার সাথে সাথে প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন।

কানাডায় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাবেক শিক্ষার্থীরা বসবাস করেন। অনুষ্ঠানে উপস্থিত কারু’র সদস্যরা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং শ্রদ্ধাভরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ডক্টর শামসুজ্জোহাকে স্মরণ করেন।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি ডক্টর জোহা পাকিস্তানী সেনাবাহিনী দ্বারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্বোরচিতভাবে নিহত হন। ডক্টর জোহার মৃত্যু ১৯৬৯ সালে তদানিন্তন পূর্ব পাকিস্তানের গণঅভ্যুত্থানকে তরান্বিত করে, যা ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে।

মহান স্বাধীনতা দিবসের আলোচনা শেষে কারু’র সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইফতারে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কারু’র বর্তমান সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version