Home কানাডা খবর কার্ফ্যু ভঙ্গের দায়ে ক্যুইবেকে ৭৫ জনকে জরিমানা

কার্ফ্যু ভঙ্গের দায়ে ক্যুইবেকে ৭৫ জনকে জরিমানা

মন্ট্রিয়ল ডেস্ক : গত ১৬ই মে মন্ট্রিয়ল শহর থেকে ১০০ কিমি নর্থ এ লানোদিয়ার রিজনের সেইন্টব্রেটি এলাকায় ক্যুইবেক সরকারের প্রণোদিত রাত্রীকালীন কার্ফ্যু ভঙ্গ করার দায়ে ৭৫ জনকে ১ লক্ষ ৩৫ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান – লোক্যাল ফায়ার ফাইটার্স ব্যুরো পুলিশকে প্রথম এ ব্যাপারে অবগত করে। পরবর্তীতে ল্যোকাল পুলিশ ও প্রোভিন্সিয়াল পুলিশের সম্মিলিত অভিযানে এই জরিমানা প্রদান করা হয়। পুলিশের এই অভিযানে বাধা দেয়ার জন্য ২০ জনকে অতিরিক্ত জরিমানা গুনতে হয়। উল্লেখ্য এই বাড়ির সদস্য ছাড়া বাকি সবাই ছিলেন গ্রেটার মন্ট্রিয়লের বাসিন্দা। তথ্য সুত্র: কানাডিয়ান প্রেস।

Exit mobile version