Home আন্তর্জাতিক কার্যকর হয়েছে ইরান-ইসরাইল যুদ্ধবিরতি

কার্যকর হয়েছে ইরান-ইসরাইল যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক : কার্যকর হয়েছে দোলাচলে থাকা ইরান-ইসরাইল যুদ্ধবিরতি। যদিও, একাধিক পদক্ষেপে বিজয়ের দাবি করেছে উভয় পক্ষ। যুদ্ধবিরতি কার্যকরে পদক্ষেপ নেওয়ায় বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলার অভিযোগে মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম ক্ষুব্ধ পদক্ষেপে ঘটনাবহুল দিন শেষে কার্যকর হয়েছে প্রত্যাশিত যুদ্ধবিরতি। আগ্রাসনকারীদের রুখতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইরানের জনগণ আর সশস্ত্র বাহিনী বিরোচিত প্রতিরোধ গড়ে তুলবে বলে সামাজিক মাধ্যমে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিজয় র‍্যালি হয়েছে ইরানের রাজধানী তেহরানে। সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়ে ইসরাইলের পতনের দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। বাড়তি সতর্কতা হিসবে বুধবার (২৫ জুন) বিকাল সাড়ে চারটা পর্যন্ত সব ধরনের ফ্লাইটের জন্য ইরানের আকাশ সীমা বন্ধ রাখার ঘোষণাও এসেছে।

১২ দিনের পাল্টাপাল্টি সংঘর্ষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুও বিজয় অর্জনের দাবি করেছেন। বলেছেন, ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক এই অর্জন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। এদিকে, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সাইডলাইন বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুদ্ধবিরতি কার্যকরে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের ভূঁয়সী প্রশংসা করেছেন তিনি।

Exit mobile version