Home জাতীয় কাল করোনার ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী

কাল করোনার ভ্যাকসিন নেবেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আগামীকাল রোববার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সাত ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।’

Exit mobile version