Home কানাডা খবর কুইবেকের হল অব ফেমে নতুন ৭ ক্রীড়াবিদ

কুইবেকের হল অব ফেমে নতুন ৭ ক্রীড়াবিদ

অনলাইন ডেস্ক : কুইবেকের ক্রীড়া ইতিহাসে অসাধারণ অবদান রাখায় ৭ ক্রীড়াবিদকে ‘হল অব ফেমে’ স্থান দেয়া হয়েছে। গত বুধবার স্পোর্টস দ্য কুইবেক ওই ঘোষণা দিয়েছে। ওই ৭ ক্রীড়াবিদের প্রথম জন হলেন, ক্রস-কান্ট্রি স্কী প্রতিযোগিতায় ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ান আলেক্স হারভি (৩৩)। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এত দ্রুত এরকম একটি বিশাল সম্মান পাওয়ায় আমি সত্যিই অভিভ‚ত।’ মাত্র দুই বছর আগে অবসর নেয়া হারভি এখন আইন পেশায় যুক্ত। তিনি আরো বলেন, আমার খেলোয়াড়ি জীবনের শুরুতে যারা ছিল আমার আদর্শ, আজ তাদের পাশে আমার নাম ও ছবি স্থান পাওয়া- সত্যিই স্বপ্নের মতো একটা বিষয়। এই পুরস্কার আমার বাকি জীবনের প্রেরণা হয়ে থাকবে।

এবারের হল অব ফেমের ২য় ক্রীড়াবিদ হলেন, গাই কারবোনিউ, যিনি ন্যাশনাল হকি লিগে তার ১৮ বছরের ক্যারিয়ারের ১২ বছরই কাটিয়েছেন মন্ট্রিয়ল কানাডিয়ান্সে। ৩টি স্টেনলি কাপ বিজয়ী এই হকি খেলোয়াড় বলেন, নতুন এই সম্মান পেয়ে তিনি ভীষণ খুশি। তিনি তাকে এই সম্মান দেয়ার জন্য কুইবেকের ক্রীড়া বিভগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কানাডার হয়ে স্টেনলি কাপ জেতার মতোই আনন্দ দিয়েছে এই সম্মান জয়ের খবর। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল।’

হকির আরেক তারকা কেরোলিন অলেটিত এবার স্থান পেয়েছেন হল অব ফেমে। কানাডা জাতীয় মহিলা হকি দলের এক সময়ের অপরিহার্য সদস্য কেরোলিন এই সম্মান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা সত্যিই বিশাল এক অর্জন। আমার ১৬ বছরের ক্যারিয়ারে যারা সব সময় আমার পাশে ছিলেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ বর্তমানে কনকরডিয়া ইউনিভার্সিটিতে কর্মরত কেরোলিন ২০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চার বার অলিম্পিক স্বর্ণ জয়ী দলের সদস্য ছিলেন। এবারের হল অব ফেমের আরেক সদস্য হলেন রুমানিয়ান বংশোদ্ভুত বক্সার লুসিয়ান বাট। সুপার মিডেল ওয়েট বিভাগে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ান এই বক্সার বর্তমানে দুই সন্তানের জনক। তিনি কুইবেকের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২০০৩ সালে যখন আমি রুমানিয়া থেকে এখানে আসি তখন ফ্রেঞ্চ বা ইংলিশ কোনো ভাষাই জানতাম না। তারপরও কুইবেকবাসী আমাকে বরণ করে নিয়েছিল। বেল সেন্টারে আমার লড়াই দেখতে হাজার হাজার দর্শক সমবেত হতো। আজ আমার জীবনের শেকড় এখানে, আমার পরিবার এখানে, আমার সন্তানদের জন্ম এখানে। আমি এখন একজন সত্যিকারের ‘কুইবেকার’।

৫ম ক্রীড়াবিদ হিসেবে এবার যিনি কুইবেকের হল অব ফেমে স্থান পেয়েছেন তিনি হলেন মহিলা সাইক্লিস্ট মেরি হেলেনা প্রিমন্টি। ২০০৪ সালের অলিম্পিকে মাউন্টেন বাইকিংয়ে রূপা জয়ী এই অ্যাথলিট ২০০৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে প্রথম স্থান অধিকার করেন। ব্যক্তিগত কাজে কুইবেকের বাইরে থাকায় তিনি সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত ছিলেন। হল অব ফেমের ৬ষ্ঠ জন হলেন মহিলা রেফারি সোনিয়া ডেননকোর্ট। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১ হাজারেরও বেশি ম্যাচ পরিচালনা করেছেন। এসবের মধ্যে মহিলা বিশ্বকাপ ও অলিম্পিক ফুটবলের শতাধিক ম্যাচও রয়েছে। এছাড়া ১৯৯৭ সালে তিনি ব্রাজিলে পুরুষদের একটি ম্যাচ পরিচালনার মাধ্যমে প্রথম মহিলা হিসেবে পুরুষদের ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েন। তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারে অনেক বাধা-বিপত্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু কখনো থেমে যাইনি। আজ এই পুরস্কার ও সম্মান পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।

এবারের হল অব ফেমের সর্বশেষ অর্থাৎ ৭ম জন হলেন কানাডা গেমসের সভাপতি ও ন্যাশনাল স্পোর্টস ইন্সটিটিউশনের বোর্ড অব ডাইরেক্টরসের প্রধান টম কুইন। গত ৫০ বছর ধরে কানাডার ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়। তিনি বলেন, আমি নিজেকে সব সময় কুইবেকের ক্রীড়া পরিবারের একজন সদস্য মনে করে এসেছি। এই সম্মাননা আমার সাথে এই পরিবারের বন্ধন আরো সুদৃঢ় করলো। সূত্র : রেডিও কানাডা

Exit mobile version