Home বিনোদন কুমার শানু করোনায় আক্রান্ত

কুমার শানু করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক : করোনা পজিটিভ হওয়ার পর তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিন দিন আগে তার জ্বর এসেছিল। পরীক্ষার পর জানা যায় তার করোনা পজিটিভ।

চিকিৎসকের পরামর্শে নিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন কুমার শানু। এখন সপরিবারে আমেরিকায় আছেন তিনি।

কয়েক দিন আগে একটি রিয়েলিটির বিচারক হিসেবে শুটিংয়ে অংশ নিয়েছিলেন এ শিল্পী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর করোনায় আক্রান্ত হলেন কুমার শানু।

শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়– ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’

সবশেষে স্টার জলসার রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন আধুনিক গানের এ জনপ্রিয় শিল্পী।

Exit mobile version